প্রণামী
সমাধি, শোকের বৃষ্টি, পৃষ্ঠা খুলে ভিজেছি আমিও৷
যেন ঠিক কান্না নয় ব্যর্থতার বিধান, বাষ্পীয়৷
যে শ্রাবণে শুকিয়েছে যুগ...
স্থগিত প্রতিক্ষা, চোখে অন্ধকার প্রগাঢ় কুহক৷
প্রতিটি আলোর শেষে লেখা থাকে না পাওয়ার শোক৷
সে কুহকে দাঁড়িয়ে ভিক্ষুক৷
মুখড়ায় ব্যাল্কনি হাঁটা, বালিশে অন্তরা প্রিয়, ঘুম...
ফিরে গেছে আকাশের পাখি ঘরে জ্বালিয়ে উনুন৷
ভেতরের স্রোতে গলা চুপ৷
দেবভূমি পথে আজও লালমাটি শুঁকে নিতে যাই৷
যে তারে বেঁধেছ চিরকাল, তার বুকে রুমাল শুকাই৷
খনির ব্যথায় পোড়ে ধূপ৷
খননের রত্নে সাজা দেহ বলে কাফেরের জমি৷
মার্জনার দানছত্রে ঢেলে গেছ বিভেদ করনি৷
কুড়িয়ে রেখেছি গুরুঋণ৷
ঠিকানা বিহীন যে মিনারে লেখা আছে বিধাতার নাম৷
শ্রাবণের শেষ ফোঁটা দেখে সে সড়ক ছুঁতে নামলাম৷
ঝরে গেছে বাইশের দিন৷
সময়ের অন্তরায়... যে দেখা হওয়ার কথা ছিল...
ঈশ্বর প্রণামী দেওয়া অপেক্ষায় বাকি রয়ে গেল৷
✍ প্রভাত ঘোষ.⚡
Comments
Post a Comment
Your Valuable Response and Comment would Inspire to Write Better..