মলাট
তখন মধ্যরাত্রি প্রায়৷
কথায় ঘুম ভাঙানির ডাক৷
পাথর দুর্গে বিপর্যয়,
বুকের বন্ধ হচ্ছে ফাঁক৷
হাওয়ায় ভীষণ রকম জোর,
পাহাড় ওড়ার এখন দিন৷
খাতায় অঙ্ক কী কষছো!!
সোহাগ আলমারি বন্দি৷
রঙের বিচার করাই ঠিক৷
মতের অল্প সমন্বয়৷
চয়েস একান্ত ঐচ্ছিক৷
হাসির বিনম্র প্রত্যয়৷
বইয়ের পাতার মতই মন৷
হাতেই আস্ত উপন্যাস৷
মলাট খুলছে আরণ্যক
আমায় ফেরাচ্ছে সন্ন্যাস৷
সাজাই উষ্ণ স্বয়ম্বর?
পরাই চন্দ্রমাতে টিপ?
মেঘের শেকল ভাঙার পর
আমায় নিঃস্ব করবে কী?
✍ প্রভাত ঘোষ.⚡
Comments
Post a Comment
Your Valuable Response and Comment would Inspire to Write Better..