কুয়াশা

আবার ঘড়ির কাছে নতজানু, বসে আছি
এবার সে যদি বলে ঠিক-এর ঠিকানা৷

কেতাবে কেন যে লেখা থাকেনা নসিব!

বার বার সূত্রে ভূল, মেলেনা অঙ্কের শেষ৷
জিলিপির প্যাঁচ,
                     যেন
                         কুয়াশা বিশেষ৷

এ রথ সারথী হীন৷
                         লক্ষ্যভ্রষ্ট অপটু গাণ্ডিব৷

কী জানি কীসের লোভে সুতো ধরে টান...
মৃত্যু থেকে চ্যুত হবে ঘুম,
              অথবা আবার ফেরা যতিচিহ্নে৷
                     ✍ প্রভাত ঘোষ.⚡

Comments

Popular posts from this blog

প্রথম কবিতা তোমার জন্য

তোমার সেই গোলাপী ঠোঁট

জ্যোৎস্না প্রেমের রাত