গন্তব্য
দু-খানা ব্রক্ষ্মান্ড, রাতে নক্ষত্র জড়িয়ে শীতঘুম৷
সময়ের তালগাছে ভাদ্র তখনো মেশেনি৷
অগত্যা সম্ভাব্য দেশে গন্তব্যের ঝান্ডা পুঁতে ফেলি৷
রেটিনা পলক ভুলে গেলে ব্ল্যাকহোলে ইগো-ও প্রচুর৷
দেখছি..
ভাবছি..
কিন্তু কিছুই বলছি না৷
আর একটা উল্কা খসা রাতে
তার খোঁজ
অজান্তেই৷
নিঃশব্দ বিপ্লব বারে বারে আঙুলের চাপে
ডুবুরির সন্ধান চালায়, কোরালের গন্তব্যেই৷
✍ প্রভাত ঘোষ.⚡
Comments
Post a Comment
Your Valuable Response and Comment would Inspire to Write Better..