ভীষ্মশয্যা

পিপীলিকা আক্রমণ৷
আচমকা নিশঃব্দে, অন্দরমহলে৷

মধুর ভান্ডারে, শয়ে শয়ে৷
ফাটকে লাথি, অনুপ্রবেশ৷

বলবে এসো, 
             ধ্বংস করো 
                              যা কিছু সখের?

পা মাড়িয়ে মেরে ফেল যদি 
                                  গুনবে দোষী? 
কাঠগড়ায় ধর্মাবতার কে?
         শেকড়ে যে অ্যাসিড ঢেলেছে?

ঘুমিয়ে থেকো ভীষ্মশয্যায়,
                             বিলুপ্তির পিল-এ৷
                    ✍ প্রভাত ঘোষ.⚡

Comments

Popular posts from this blog

প্রথম কবিতা তোমার জন্য

তোমার সেই গোলাপী ঠোঁট

জ্যোৎস্না প্রেমের রাত