গন্তব্য
গন্তব্য শরীর চেনে বৈধতা হীন ক্রীড়াঙ্গন,
অবৈধতা ইঁট পেতেছে, ছাদের আশায় দিন যাপন৷
গর্ত দেখেই বিষধরের বংশ চেনা যায়,
লেশ হীন এক কৃতজ্ঞতার, চূড়ান্ত পর্যায়৷
ধার করা সব মুক্তো মণি, আগলে রেখে ফোঁস,
স্পষ্ট চোখে আয়না দেখে ঢিল ছোঁড়ে আক্রোশ৷
এ অভিশাপ খন্ডাবে কে? ভবিষ্যতও দীন,
কাঁটায় কাঁটায় লোভীর মৃত্যু হওয়াই সমীচীন৷
সীতার বনবাসেও আছে রামের কিছু দায়,
কৈকেয়ী হীন রামায়ণ এক অপূর্ণ অধ্যায়৷
কিছু ক্ষতও জমিয়ে রাখে তাচ্ছিল্যের সিকি,
নতুন কোন রামায়ণ ঠিক লিখছেন বাল্মীকি৷
✍ প্রভাত..🌠
Comments
Post a Comment
Your Valuable Response and Comment would Inspire to Write Better..