স্কন্ধভার

কবি, চারটি লাইন লিখে দিও
ভালবাসার৷ দূরে, ওই সন্ধ্যা তারার গায়ে৷
অনন্তকাল, প্রেম পিয়াসী গাইবে ধীর লয়ে৷
কবি, তুমি প্রেম শিখিয়ে যেও৷

কবি, চারটে লাইন লিখতে হবে
বিদ্রোহের৷ ধেয়ে আসা ওই ধুমকেতুর গায়ে৷
আমরণ, উঠবে নিনাদ, দুর্নীতির শেষ পর্যায়ে৷
কবি, তুমি কন্ঠ দিও শবে৷

কবি, চারটে লাইন লেখ তুমি
আশার৷ নিভতে থাকা জোনাকিরা উঠুক জ্বলে৷
একদিন, কৃষ্ণ গহ্বর শেষে, নীহারিকার কোলে৷
কবি, তুমি ডিঙিয়ে দিও মরুভূমি৷
                     ✍ প্রভাত..🌠

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য