বুর্জোয়া

অন্ধকারে মিলিয়ে যাবে ছায়া,
গর্জনে কাল থমকে যাবে কান্না৷
ভিখ পেতে পেতে বেড়ে ওঠে বেহায়া,
ধূর্ত শেয়াল নদীর কাছে যায়না৷

অগ্রজদের লাথির জোরও শক্ত,
বুকের পাটায় দাগ লেগেছে আগেই৷
মীরজাফরেরা হয়না অনুতপ্ত,
গীতার পাতায় শান্তি লেখা ত্যাগেই৷

সরিসৃপকে খুঁজতে লাগে গর্ত,
বাঘের গন্ধে ঠিক চেনা যায় গুহা৷
রাজার ওপর বর্তায় না শর্ত,
নিরাপত্তার স্থান খোঁজে বুর্জোয়া৷
              ✍ প্রভাত..🌠

Comments

Popular posts from this blog

প্রথম কবিতা তোমার জন্য

তোমার সেই গোলাপী ঠোঁট

জ্যোৎস্না প্রেমের রাত