উষ্ণতা
ফুটপাথ ভেজে, আমগাছ ভেজে, ভেজে বারে বারে মন,
মেঘলা সকাল, হেমন্ত কাল, রাই ঠোঁটে চুম্বন৷
আনকোরা বুক, দিশাহীন, চুপ, উষ্ণতা মেপে চলে৷
ঠান্ডা বাতাসে, শরীরী সুবাসে, নিঃশ্বাস কথা বলে৷
আঙুলের ফাঁকে, আঙুলেরা থাকে, ভাগ করে যন্ত্রণা,
জানালার কাঁচে, ওই দূরে গাছে, কোকিলের সুর শোনা৷
কিছু কথা ছিল, সে ও বলেছিল, চলো বাঁধি সংসার,
স্মৃতিগুলো ভারি, তুমিও তোমারি, আমি তো নই আমার৷
ফ্ল্যাটঘরে একা, বাঁচতে শেখা, কারো নেই অনুতাপ,
কাব্য মলম, সঙ্গে কলম, উষ্ন কফির কাপ৷
✍ প্রভাত..🌠
Comments
Post a Comment
Your Valuable Response and Comment would Inspire to Write Better..