প্রেমহর্ষ

ফোঁটায় ফোঁটায় পাতা দুটির শরীর ছোঁয়া যায়,
পাখির ঠোঁটেও প্রেম উড়েছে মেঘের সীমানায়৷

বাতাস কণাও বইছে হাজার ভায়োলিনের সুর,
মেঘ প্রেমিকার স্পর্ষ পেতে ব্যস্ত সমুদ্দুর৷

ভালোবাসার ছাপ চলে যায় বকের পায়ে পায়ে,
কিছু আদর পূর্নতা পাক আবদারি অন্যায়ে৷

ঝলসে ওঠা ঝড়ের মাঝে মরুভূমির উঁট,
প্রেমের দিশায় ঠিক ফিরে যায় বিহঙ্গ দলছুট৷

ক্লান্ত বিকেল সোহাগ মোহে আনন্দিত হয়,
বুলেট বিদ্ধ চাতক চোখে হর্ষিত অব্যয়৷
                    প্রভাত..💕

Comments

Popular posts from this blog

প্রথম কবিতা তোমার জন্য

তোমার সেই গোলাপী ঠোঁট

জ্যোৎস্না প্রেমের রাত