পেঙ্গুইনের খোঁজে

এই কপালের ভাঁজের মাঝে লেখা আছে নামটি কার?
আজ অবধি পাইনি দেখা, দোষ কি তবে ব্যস্ততার?

ছুটির দিনে সন্ধে বেলা তারা দেখার ফুরসতে,
একটা ছোঁয়া হাতড়ে বেড়াই মন খারাপের জোছনাতে৷

রাস্তা জুড়ে কতই দেখি প্রেম চলেছে হাত ধরে,
ভাবছি কবে আমার জাহাজ ঠেকবে সঠিক বন্দরে৷

গোষ্ঠ গোপাল গান ধরেছে, পাশের কোন ফ্ল্যাট থেকে,
ছাদেও যে এক হৃদয় আছে, তার খবর আর রাখছে কে?

কাব্য যখন মানুষ টানে, হঠাৎ দেখি লাভ সাইন,
নিজের মনেই ভালবাসার খুঁজতে বেরোই পেঙ্গুইন৷
                         ✍ প্রভাত..🌠

Comments

Popular posts from this blog

প্রথম কবিতা তোমার জন্য

তোমার সেই গোলাপী ঠোঁট

জ্যোৎস্না প্রেমের রাত