বিদেহীর ডাক

মুখের ঝরনা হতে 
বিদেহীর ছাপ মারা নাম ঝরে,
আছড়ে পড়ে অবিরত
সন্ধানী শিকারীর বিষাক্ত শরের মত৷
বারুদেরা জমা হয় বিবেক কোঠরে,
ফুলকিরা ছোঁড়ে কিছু ঘৃণা,
দাউদাউ স্বরে জ্বলে ওঠে আব্দুল - আমিনা৷
রা নেই বিদেহীর, 
সে বেটা তো মজে আছে হূঁরে৷
চালিত রোবটের ভীড় শুধু মারে আর মরে৷

জমে গেছে শ্যাওলার স্তর
ধীরে ধীরে, দশক - শতাব্দী ঘিরে৷
বড্ড পিছল, কাতারে কাতারে 
পিছলে পড়ে রোবটের ছানা৷
বন্দুকের নল জানে কোন পথে কার আনাগোনা৷

একটাই গাছ ছিল কাল,
শেকড়েরা ভাগ হয়ে গেছে৷ গভীরে
আরও গভীরে করেছে বিষের খোঁজ,
টিউমার ক্যানসার হয়ে নিজেকেই শেষ করে রোজ৷

বিদেহীর ক্ষমতা প্রবল?
ফিল্টার দাও একখানা৷ 
রোজ যাতে ছাঁকা হবে বিষ, 
অপারগ? তাইতো ছুঁড়েছি ব্ল্যাকহোলে মন্ত্র - হাফিজ৷
                    ✍ প্রভাত..🌠

Comments

Popular posts from this blog

প্রথম কবিতা তোমার জন্য

তোমার সেই গোলাপী ঠোঁট

জ্যোৎস্না প্রেমের রাত