ছদ্মবেশী 💖

এক লাইকেই হৃদয় খুশি,
আমার লেখাও ছদ্মবেশী,
জামার তলায় বুকের পেশি ঐ পাখিটার সুর চেনে৷

বরফ গলা উষ্ণতাতে,
টুকরো প্রেমের আশকারাতে,
আকাশ ঢেকে এক ছাতাতে, কে যেন রোজ গান বোনে৷

একটু চেনা, ঝাপসা কিছু,
শুকনো পাতার গোলাপ শিশু,
ঢেউয়ের মতই প্রেম পিপাসু, জ্যোৎস্না ছুঁতে হাত বাড়ায়৷

গভীর রাতের নীলচে ক্লীশে,
ফোঁটায় ফোঁটায় স্বপ্ন মিশে,
ভালবাসার কোল বালিশে, ঘুড়ির মতই বাঁচতে চায়৷

আমার মাঝে একটা তুমি,
টিউলিপ ঘেরা স্বর্গভূমি,
শান্ত প্রদীপ, ঝড়-সুনামি, ফলক ছোঁয়ার বিশ্বাসে..

বরফ পায়ে এগিয়ে চলা,
টুকরো রোদের স্নিগ্ধ জ্বালা,
আদর মাখা শব্দমালা ছড়িয়ে দেব নিঃশ্বাসে৷
                   ✍ প্রভাত..💟

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য