বিষ্ঠা

প্রতিবাদের হাত কাটা যায়, বাংলা রাণীর রাজ্যতে৷
পঙ্গু আমার রাজ্যবাসী, ছাপ্পা মারেন চোখ বুজে৷

এঁটো খাবার প্রবনতায়, জয় রাণীমা সুর ধরি,
আমরা যখন বিষ্ঠাটাকে গোবর ভেবে ভুল করি৷

ডেঙ্গি মৃতের সার্টিফিকেট, অজানা জ্বর উল্লেখে,
রাণীর আদেশ সত্য ঢাকে, দিন লেখা হয় সন্ধেকে৷

ষোলআনার মৃতের পাহাড়, রিপোর্ট তো নেই চারআনাও,
কবি যখন মুখোশ ছেঁড়েন, রাজদ্রোহির গন্ধ পাও?

ডাক্তারে আজ কলম তোলেন, আয়না দেখান ভন্ডামির,
বাংলা জুড়ে ঝড় উঠেছে, হাজারো জয় গোস্বামীর৷

সাসপেন্ডের রক্ত চোখে, আর কত কাল রাজত্ব?
পশ্চাতে ঠিক মারবে লাথি, মানুষ যখন উদ্ধত৷
                          ✍ প্রভাত..🌠

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য