প্রেম চাই, প্রেম

প্রেম চাই, প্রেম..
এক দুর্ভেদ্য অন্ধকারের কোটরে
বন্ধক রাখা বিবেক প্রেম খোঁজে,
ও পাড়ার জয়া, রিয়া, সোমলতার গতরে৷

প্রেম আসে চোখ থেকে,
কয়েক হাজার নার্ভের বার্তা পায় পিটুইটারি৷
ক্ষরণের শুরু৷ ক্ষরতে ক্ষরতে কখন যেন
মনুষ্যত্ব ক্ষয়ে যায়!! শিকার খোঁজে শিকারী৷

রাতে খসা তারা দেখা মতিদের ভ্রম, 
কল্পনার ছবি, তারাদের সঙ্গম৷ 
নগ্নতা জমা করে অবচেতন৷ চিঠি যায় চেতনায়,
চকচকে ফয়েল জড়ান নগ্নতার৷

লকলকে জিভে লাগা ধূর্ততা চেয়ে নেয় প্রেম৷
শুধু একটা নির্বোধ প্রত্যাক্ষান
এসিড তুলে দেয় বিবেকের হাতে৷ কখনো শিশ্নে৷
পুড়ে যায়, গলে যায় খাদ্যনালী৷ বিদ্ধস্ত ত্রিভূজের
যন্ত্রনার হাহাকার জানতে চায়...
প্রেম চাই? প্রেম?

                       ✍ প্রভাত..🌠

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য