বিশ্বাসঘাত
আবেগের কালো মেঘে ঢাকা চিত্তের
নয়তো কঠিন অলিন্দে সিঁধ কাটা৷
চরিত্র এক যত দুর্বৃত্তের,
পায়ের বালি খসিয়ে নেবে ভাটা৷
কয়েক প্রকার রক্তেই থাকে দোষ,
ধূর্ত পোষ্য প্রভুর মাংস চায়৷
অতি লালসায় জেগে ওঠে আক্রোশ,
ঝোপ বুঝে ঠিক কোপ মারে সন্ধ্যায়৷
মেঘের প্রেমেই বান আসে দুই কূলে,
পাড় ভেঙে ওঠে নিদারুণ যন্ত্রণা৷
বিশ্বাস যদি নিঃশ্বাসে বিষ ঢালে,
ভালবেসে কেউ অনাথ পুষবে না৷
✍ প্রভাত..🌠
Comments
Post a Comment
Your Valuable Response and Comment would Inspire to Write Better..