ফেরিওয়ালার খোঁজে

প্রভাতি গানের ফেরিওয়ালা, লুকায়ে আছ কোথা?
গানের আশায় গুনিছে সেকেন্ড কয়েক শত শ্রোতা৷

অন্তরে যার মুক্তো গাঁথা, সাগর সম নীল,
লেখার জাদু জাগায় মনে হর্ষ অনাবিল৷

মহিষাসুর খুঁজিয়া যায় ইতিহাসের ভিত,
অজ্ঞানতার ধোঁয়াশা ঘুচায়ে ফিরাও সম্বিত৷

ইচ্ছে ডানায় ভর করে সে হারায়ে গেল কোথা?
হয়তো তাকে রাখিছে বাঁধিয়া জীবনের ব্যস্ততা৷

সকাল হতেই, ডাকিছে সকল পাঠক জনস্রোত,
আসুন আবার সবার মাঝে, গল্প কিছু হোক৷
                    ✍ প্রভাত..🌠

Comments

Popular posts from this blog

প্রথম কবিতা তোমার জন্য

তোমার সেই গোলাপী ঠোঁট

জ্যোৎস্না প্রেমের রাত