কবির লিখন
কবি তোমার স্বপ্ন চোখে কলম লেখে মনের ভাষা৷ ঠিক,
শব্দ গেঁথে যাও মিটিয়ে প্রেম পিপাসার জ্যান্ত নবদ্বীপ৷
অনন্তকাল বৃন্দাবনের রাধার ভাষা চাঁদের গায়ে৷ আরও,
পড়বে ওরাও পুড়বে যে জন, ঠোকর খাওয়া প্রণয়ের আবদারও৷
কবি তোমার অস্ত্র কলম ভবিষ্যতের ঝলসে ওঠা রোদ,
কাঁচা ঘায়ে ঘা দিয়ে ফের জাগিয়ে তোলা আগুন জলস্রোত৷
শব্দ, তোরা আধমরাদের হৃদ মশালে ফুলকি ঢেলে যা,
শিখিয়ে যাবে জগতটাকে কবির কলম বিস্ত্রিত স্পর্ধা৷
কবি তোমার শক্তি প্রবল নিথর মনে প্রাণ ঢেলে যাও বেশ,
শূন্য থেকে আবার শুরু, ইনফিনিটির মাথায় লেখ শেষ৷
হাজার আলোকবর্ষ পরেও রাখবে কলম মিসাইলের জোর,
ব্ল্যাক হোলেরও বুক থেকে ঠিক আনবে কেড়ে নতুন প্রাণের ভোর৷
✍ প্রভাত..🌠
Comments
Post a Comment
Your Valuable Response and Comment would Inspire to Write Better..