অনুরোধ

ইঁটের ওপর আদরের ইঁট, মাথার ওপর সদ্য কংক্রিট,
চৌকাঠে সাজিয়েছি প্রেমের পাথর৷
হঠাৎ ধেয়ে আসা আনকোরা ঝড়,
দোহাই তোমায়, ভেঙোনা,
ভেঙোনা আমার সাধের স্নেহের ঘর৷

জীবনের ঝরা কিছু বালি, স্বপ্নে দেখে চাঁদ একফালি,
আশার মাটি লেপে গুনেছি প্রহর৷
স্বার্থের থাবা কিছু মারছে আঁচড়,
দোহাই তোমায়, ভেঙোনা,
ভেঙোনা আমার সাধের স্নেহের ঘর৷

সদ্য মুকুলে ভরা গাছে, পরিযায়ী পাখি আসে, বাঁচে৷
সুফিয়ানা সুর তোলে পাখিদের স্বর৷
ধূর্তের চালে করে আপনকে পর,
দোহাই তোমায়, ভেঙোনা,
ভেঙোনা আমার সাধের স্নেহের ঘর৷
                     ✍ প্রভাত..🌠

Comments

Popular posts from this blog

প্রথম কবিতা তোমার জন্য

তোমার সেই গোলাপী ঠোঁট

জ্যোৎস্না প্রেমের রাত