ওরা প্রেম করে

শতেক শতাব্দী শেষে, বিস্তির্ণ প্রান্তরে,
ওরা প্রেম করে৷

ভোরের স্নিগ্ধ বাতাসে, শত কর্মের অবকাশে,
মৃত ইঁট - কাঠের শহরে,
ওরা প্রেম করে৷

আদম বা ইভ হতে সুভদ্রা দ্বাপরে,
ওরা প্রেম করে৷

গেরামের সকালের হাটে, পৌষের শেষ ধানে, মাঠে,
রোদ ঢলা দ্বিতীয় প্রহরে,
ওরা প্রেম করে৷

গ্রীষ্মের পুকুরের ঘাটে, উঠোন পেরোন চৌকাঠে,
আলপনা আঁকা কুঁড়ে ঘরে,
ওরা প্রেম করে৷

বিকেলের পাতা ঝরা বৈশেখী ঝড়ে,
ওরা প্রেম করে৷

শাল জঙ্গল পারে নদী, পা ডুবিয়ে মেপে নিয়ে গতি,
নির্জনে ওরা স্নান করে৷
ওরা প্রেম করে৷

সাগরের ঝুরো বালি, খুনসুটি ধরে,
ওরা প্রেম করে৷

বনভোজনের কোন শীতে, মিঠে রোদে, পাহাড়ি ঢিপিতে,
দুটি হাতে উষ্ণতা ধরে,
ওরা প্রেম করে৷

ট্রেকিং এর বুটের বরফে, কাঞ্চনজঙ্ঘার স্তুপে,
পাড়ি দেওয়া অচেনা সফরে,
ওরা প্রেম করে৷

পেলিং এর সবুজ পাহাড়ে, পাইনের তলে চুপিসাড়ে,
গাল ছোঁয়া মেঘের আদরে,
ওরা প্রেম করে৷

আধজমা ঝর্নার কাঁপ ধরা জলে,
ওরা প্রেম করে৷

চন্ডাশোকের রাজপথে, ধৌলির বয়ে চলা ক্ষতে,
পাপ ধোয়া দয়ার শিয়রে,
ওরা প্রেম করে৷

স্নানঘরে স্টিমবাথে, রাতে ভেজা ফুটপাথে,
চাঁদ মাখা গঙ্গার ধারে,
ওরা প্রেম করে৷

লাল ঝরা হায়নাকে উপেক্ষা করে,
ওরা প্রেম করে৷

ধর্ষিত ইতিহাস ভুলে, প্রেম ঢেলে প্রেমিকার চুলে,
সুখ কিনে প্রেমের মোহরে,
ওরা প্রেম করে৷

ঝলসানো অ্যাসিডের মুখ ঢাকা ঘরে,
ওরা প্রেম করে৷
                   ✍ প্রভাত..💚

Comments

Popular posts from this blog

প্রথম কবিতা তোমার জন্য

তোমার সেই গোলাপী ঠোঁট

জ্যোৎস্না প্রেমের রাত