ঐশীর ডাক
প্রেম না কি বয়সের নয়! সাগরেও প্রেম বাঁচে, জানো!
বেশি জলে জলছবি ক্ষয়৷ রং দেওয়া হয়নি এখনো৷
ছন্দেও লিখে রাখি কিছু, সুযোগে বুঝিয়ে দিই মাঝে,
আমার হিসেব মাথাপিছু, মাপকাঠি অসম, সমাজে৷
মন চুপ, শুধু ভালবাসে৷ নেই কথা, জবাব - সওয়াল৷
মুখে বলা আমার কি সাজে? পথ চলি সমান্তরাল৷
নিঃশ্বাসে শূন্যতা ঝরে, তৃষ্ণারা বাঁচে জল হীন,
কাঠ ফাটা দ্বিতীয় প্রহরে শূন্যতা পেতে চায় ঋণ৷
স্বপ্নের বাঁধান ছবিতে অচেতন প্রেম শুয়ে থাকে,
ঘুম ঠিক ভাঙবে খুশিতে, কোন এক ঐশীর ডাকে৷
✍ প্রভাত..💛
Comments
Post a Comment
Your Valuable Response and Comment would Inspire to Write Better..