সাধ ভাঙা

কড়িকাঠের কোটর দিয়ে উড়ছে সাধের মন পাখি,
ভালবাসার নীরেট জালে আটকে রাখা যায়না কি?

স্বপ্নগুলো বালিশ চাপা, আমার সাধের প্রেম নিখোঁজ,
গভীর রাতের ভরসা শুধু এলজোলামের ঘুমের ডোজ৷

নিঃশ্বাসের ওই গরম হাওয়া ভুলিয়ে রাখি ব্যস্ততায়,
মিথ্যে কিছু চেষ্টা করা, শাকের তলে মাছ ঢাকায়৷

অফিস ফেরা ক্লান্ত বিকেল বাসের সিটে প্রেম দেখে,
দুষ্টু হাতের টান ছুঁয়ে যায় ফর্সা পিঠের চুম্বকে৷

ভাগ্যটাকে দুষতে থাকে দাঁত চাপা কঠিন চিবুক,
আদর খাবার অনুভূতি, ইচ্ছে করে মাখতে খুব৷

প্রেমিকটাকে দমিয়ে রাখে, আশায় জমা আধলা ইঁট,
ব্যথায় ভাঙা মন জোড়েনা নতুন কোন ডেনন্ড্রাইট৷
                          ✍ প্রভাত..🌠

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য