অন্তকাল

আষ্টেপৃষ্ঠে জাপটে ধরা অন্ধকার,
আকাঙ্খাদের শেষ বিন্দুর রক্ত চায়৷
একাকিত্বের শিরায় ছোটা ব্যর্থতার
গল্পগুলো তোমায় ছুঁতে হাত বাড়ায়৷

পাঁকের ভেতর ঢুকতে ঢুকতে বন্ধ শ্বাস,
গভীর তলে সে যেন কোন্ মারণ কূপ৷
মরার আগে স্বপ্ন দেখার বদ অভ্যাস
ভগবানের সামনে বসে জ্বালায় ধূপ৷

অবজ্ঞাতে তুচ্ছ করা সময়টা,
পেছন ফিরে পাহাড় চূড়ায় দেখতে পাই৷
চতুর্দিকে ঘুরছে শনির বলয়টা,
বাঁধন ছিড়ে নতুন করে বাঁচতে চাই৷

একটা খুঁটি পেলেই আবার বাঁচবো ঠিক!!
স্তব্ধ ঘড়ি৷ সূর্য হারায় পূর্ব দিক৷
                 ✍ প্রভাত..🌅

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য