অন্তরা

ভুল সুরে যদি গেয়ে ফেলি গান, ক্ষমা কোরো ভোর-রাতে,
মুছে গেছে কিছু শব্দ আমার গানের অন্তরাতে৷
বামনের চাঁদ ধরতে মানা,
ঠিক বুঝে গেছি কোন সীমানা৷
আশার প্রদীপ জ্বালবো না আর, শ্রাবণের সন্ধ্যাতে,
মুছে গেছে কিছু শব্দ যখন গানের অন্তরাতে৷

মাটির বুকেতে যখন প্রাচীন বিষাদের ডাক শুনি,
ইতিহাসে কিছু ফুল ঢেলে দিয়ে আশাদের গান বুনি৷
বাড়ুক দু-কূলে সবরমতি,
বয়ে যাক যত চিহ্ন, যতি৷
তবু বেঁচে যাই, গেয়ে যাই গান, ভালবেসে, আস্থাতে,
মুছে গেছে কিছু শব্দ যদিও গানের অন্তরাতে৷

খুঁজে ফিরি যত কার্য-কারণ, হৃদয়ের দোলাচলে,
যুগে যুগে জমা শ্যাওলার স্তর, পতনের কথা বলে৷
অবুঝের মত চাঁদ ছুঁতে চাই,
এক পা গিয়েই থমকে দাঁড়াই৷
ত্রিতালের লয় ভুল করে ফেলি, বাজাই কাহারবাতে,
মুছে গেছে কিছু শব্দ আমার গানের অন্তরাতে৷
                   ✍ প্রভাত..🌠

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য