এভাবেও ভালোবাসা যায়
লেপ ঢাকা সকালটা আনমনা,
আর কিছু না পাবার যন্ত্রণা৷
বালিশ জড়িয়ে ধরে, একটু আদর করে, প্রতিদিনই বেড়ে চলে প্রেম৷
কবিতায় প্রেম লেখা হয় যখন,
বৃষ্টির দিনে আজ মন কেমন৷
সকালের গানে গানে, ঠোঁট ছোঁয়া হাসি জানে, ভালোবাসা সে ও লিখছেন৷
বলতে পারিনি তবু হৃদয়ে যা লেখা ছিল, আলগোছে প্রেমের ভাষায়,
হয়তো বা ছুঁয়ে যাব গীটারের সুর ধরে নিঃঝুম কোন সন্ধ্যায়,
এভাবেও ভালোবাসা যায়, এভাবেও ভালোবাসা যায়৷
তা রা রা রা রা তা রা রা তা রা রা রা রা তা রা রা তা রা রা রা রা তা রা রা রা....
কথায় কথায় বাড়ে রুদ্ধশ্বাস,
জানিনা সে ধান না কি কফির চাষ৷
ফোঁটায় ফোঁটায় আজ অনেকটা ভিজে গেছি, আপনি কি কিছু শুনছেন?
বিছানায় শুয়ে শুয়ে গান বোনা,
সিগারেটে মন দিয়ে বিষ টানা৷
বাইক উড়িয়ে ভীড়ে, শহরের বুক চিরে, মৃত্যুর বুকে হ্যারিকেন৷
তেষ্টাকে বুকে করে, চাতকের সুর ধরে, জল নামে বিষন্নতায়,
প্রেমকে সঙ্গী করে, ইচ্ছের হাত ধরে, হেটে যাব ভেজা রাস্তায়,
এভাবেও ভালোবাসা যায়, এভাবেও ভালোবাসা যায়৷
তা রা রা রা রা তা রা রা তা রা রা রা রা তা রা রা তা রা রা রা রা তা রা রা রা....
✍ প্রভাত..💗🎸
Comments
Post a Comment
Your Valuable Response and Comment would Inspire to Write Better..