বিভাবরীর শেষে

কয়েক কথায় জীবন খুঁজে পাওয়া,
জমছে পাড়ে জলের কিছু ঋণ৷
চাঁদের আশায় মেঘ সরিয়ে যাওয়া,
জ্যোৎস্না ধরে রাখাই সমীচীন৷

ইচ্ছেগুলো কর ছাড়া কী তাই?
একটা তুমি, অনেক মনের ডাক৷
রাস্তা যখন চলার অপেক্ষায়,
আপনি গুলো আপন হয়েই থাক৷

ঠোঁটের কোনায় ঝিলিক দেওয়া রোদ,
প্রেম বেঁচে থাক সালোকসংশ্লেষে৷
শান্ত যখন অপেক্ষাদের ক্রোধ,
আলোর আভায়, বিভাবরীর শেষে৷
                 ✍ প্রভাত..💓

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য