আমার মত নয়

সেই নদী, যে খরস্রোতা,
রিক্ত মনের প্রেম, বিধাতা,
যদিও তাকে অল্প জানি, অল্পই পরিচয়,
সে যেন ঠিক আমার মতই কিছু,
                     তবুও যেন আমার মত নয়৷

নদীর স্রোতের শক্তি প্রবল,
বইছে বুকে সে বিন্ধ্যাচল,
তবুও তাকে ছুঁতে চাওয়ার স্পর্ধা কেন হয়!
সে যেন ঠিক আমার মতই কিছু,
                     তবুও যেন আমার মত নয়৷

কী আনন্দ নদীর গানে!!
হিল্লোল ওঠা হৃদয় জানে,
যোগ্য মাঝি নইতো আমি, ডুবতে লাগে ভয়,
সে যেন ঠিক আমার মতই কিছু,
                     তবুও যেন আমার মত নয়৷

গড়বে সে এক নিশ্চিত ইতিহাস,
যার হৃদয়ে সরস্বতীর বাস,
দূর থেকে ঠিক দেখব তাকে, অনুরাগে নিশ্চয়,
সে যেন ঠিক আমার মতই কিছু,
                     তবুও যেন আমার মত নয়৷
                   ✍ প্রভাত..💕

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য