বিধান
ঝরলে লালা, গুদামঘরের কাটা ঘায়ে তেল লাগাও,
মুক্ত কর অন্ধকারে, অঙ্গ, যদি বাঁচতে চাও৷
মিছরি মুখে আদর জমে, মিথ্যা প্রেমেও বন্ধ চোখ,
কুমীর ঘেরা দিঘির মাঝে আবার একটা সন্ধে হোক৷
পাঁকের জলে ডুব দিয়ে যে মানুষ বাঁচার ছন্দ চায়,
করুণা থাক কয়েক ফোঁটা৷ দৃষ্টি দুয়ার বন্ধ প্রায়৷
যুগের শেষে তীব্র কুঠার ঘাড় ছুঁতে চায় স্কোপ খুঁজে,
কাক কোকিলের রিলেশনে স্টেপ নিতে হয় লোক বুঝে৷
বাঁচার আগেই মারণ ফলা বিঁধবে গলায়, বন্ধ শ্বাস,
পাপীর বিধান খন্ড করাও ভগবানের বদ অভ্যাস৷
চলছে ঘড়ি, ঠিক সময়ে ভন্ড গলার কণ্ঠ ছেঁড়,
মুখোশধারীর শেষ বিচারে চোখ ধুয়ে যাক ঈশ্বরের৷
✍ প্রভাত..🌠
ReplyDeleteGreat post
Kontraktor Pameran
Vendor Booth Pameran
Kontraktor Booth Pameran
Jasa Pembuatan Booth
Jasa Dekorasi Booth Pameran