বদল
যুগের ওপর যুগের পাহাড় জমছে বিবর্তনে,
মৃত্যু যে কত সার্থক, সেটা বদলে যাওয়াই জানে৷
দিশাহীন প্রেম কিচ্ছু জানে না, শুধু ভালবেসে যাওয়া ছাড়া,
ধ্বংসের পথ ভারি করে চলে প্রেমহীন বাটখারা৷
পিছোতে পিছোতে ঢুকে যাই রোজ, বন্ধ ঘরের দ্বার,
সুনামির ঝড়ে চোখ তুলে দেখি বিষাদ অন্ধকার৷
দ্বীপ নির্জন, সীমাহীন ভয়, একা ছুটে ফেরে মন৷
অন্তর্মুখী টান খুলে দেয় তরণীর বন্ধন৷
মুক্ত তরী ডুবায় যখন মাঝ সাগরের ঢেউ,
ঘর কখনোই ছাড়ে না মাটি প্রবল বন্যাতেও৷
প্রেমহীন ধূলো ঢাকছে আকাশ, শেষের অস্তরাগে,
কেউ যদি আজ জড়িয়ে ধরে বদলে যাবার আগে!!
✍ প্রভাত..🎻
Comments
Post a Comment
Your Valuable Response and Comment would Inspire to Write Better..