মুখোশ
অভিনয়েই মেকআপ লাগে,
খুললে মুখোশ আর এক রূপ৷
ভ্রমর বসেই ফুল-পরাগে,
প্রেমের টানে? কী বিদ্রুপ!
কুন্ড ছাইও, শেষ বিচারে গন্য হয় পরিত্যাগে৷
মন জোনাকির স্তব্ধ আলো, চাঁদের অহঙ্কার দেখে৷
মিথ্যে শ্রুতি নাটক যত,
ভুল করে ফেলি গান ভেবে,
রঙচঙে কিছু পাথর দেখে
ভুল করি ভগবান ভেবে৷
নিঃশ্বাসগুলো ছোট হতে হতে
নিঃশেষ হবে শেষকালে,
ঘাটতি পড়ে মলম ক্ষতে,
শিরায় যখন বিষ ঢালে৷
অতীত মনে রাখবে ঠিকই, বিষের জ্বালা, ক্ষতের দাম৷
প্রস্তরলিপি লিখবে যেদিন ইতিহাসের আর এক নাম৷
তবুও পাঁকে ডুব দিয়ে যাই,
বৃথাই পূণ্যস্নান ভেবে,
রঙচঙে কিছু পাথর দেখে
ভুল করি ভগবান ভেবে৷
✍ প্রভাত..🌠
Comments
Post a Comment
Your Valuable Response and Comment would Inspire to Write Better..