সান্ধ্য স্মৃতির ঋণ

অফিস ফেরা ক্লান্ত বিকেল, ভীড় জমা সন্ধ্যায়,
একমুঠো প্রেম ঋণ পেয়েছি বাসের জানালায়৷

কাটছে সেকেন্ড, হাতের পাশেই শান্ত দীঘির জল,
সত্যি হওয়া মূহুর্তদের চুপ কথা সম্বল৷

বুকের গীটার তুলছে হঠাৎ অপেক্ষিত সুর,
তবুও গাছের জ্যোৎস্না ছোঁয়ার রাস্তাটা বন্ধুর৷

বুঝছি, তবু মানছি কী ঠিক? বুকেও ধড়াস বেশ,
আড়চোখে ফের দেখছি পাশেই, এ কোন মহাদেশ?

বাতাস ছোঁয়ায় উড়ছে পাতা, ঘুম জড়ানো চোখ,
হয়তো আবার আসবে ফিরে মন হারানোর শোক৷

অল্প ছোঁয়ায় হৃদয় যেন ধ্বসের মত ক্ষয়,
স্মৃতির পাতায় লিখব প্রেমের বর্ধিত অব্যয়৷
                      ✍  প্রভাত..💖

Comments

Popular posts from this blog

প্রথম কবিতা তোমার জন্য

তোমার সেই গোলাপী ঠোঁট

জ্যোৎস্না প্রেমের রাত