ধর্ষন ধার্মিক

নগ্ন পূজার দগ্ধ শরীর শান্তির বিছানায়,
জমবে ভালই এভাবেই যদি ধর্ষন করা যায়৷

একাধিক বার শিশ্নের ঘায়ে রক্তে ভেসেছে পূজা, 
বেঁচে থাক তবু ন্যায়ের দেশে বিধর্মীদের ধ্বজা৷

মৃত্যু যখন নিশ্চিত ওই পেট্রোল ঢালা গা'য়,
তৃণের মূলেও মুখ লুকিয়ে ধর্ষক হওয়া যায়৷

সংবাদরা বাজার খোঁজে ভিন রাজ্যের চোখে,
বিবেকটাকে বন্ধ রেখে ক্ষমতার সিন্দুকে৷

ধর্ম ভেদিক ক্ষতিপূরণের কষ্ট সাময়িক,
বিচার জানান আমার দেশে ধর্ষকই ধার্মিক৷

ছত্রছায়া ধর্ষকময়, হাইকোর্ট দিশাহীন,
সেই সমাজে পূজার মৃত্যু হওয়াই সমীচীন৷

ধর্ষন, খুন ছোট হয়ে যায় ধর্ম পোষার খাঁচায়,
দেখি আজ সে কোন ভগবান এ রাজনীতি বাঁচায়৷
                         ✍ প্রভাত..🌠

Comments

Popular posts from this blog

প্রথম কবিতা তোমার জন্য

তোমার সেই গোলাপী ঠোঁট

জ্যোৎস্না প্রেমের রাত