এভাবেও ফিরে আসা যায়

ঘরেই যখন ওঠে আর্তনাদ,
ছোটবেলাগুলো আর পড়ত না৷
শহরের মেষে ঢোকা, সিগারেট খেতে শেখা, সুরাতেই টেনে গেছে মন৷

বিজ্ঞান নিয়ে পড়া ছেলের দল,
বুঝতে পারেনি ওই মফঃস্বল,
অকালেই বখে যাওয়া, জীবনের ঠকে যাওয়া, যৌনতা করে সন্ধান৷

কোনমতে পাশ করা, কলেজের হাত ধরা, চাকরির ভিষণ তাড়ায়,
পালিয়ে এসেছি আজ যন্ত্রণা ঘর থেকে মানসিক বিভৎসতায়,
এভাবেও ফিরে আসা যায়, এভাবেও ফিরে আসা যায়৷
                        ✍ প্রভাত.💌

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য