এভাবেও ফিরে আসা যায়
ঘরেই যখন ওঠে আর্তনাদ,
ছোটবেলাগুলো আর পড়ত না৷
শহরের মেষে ঢোকা, সিগারেট খেতে শেখা, সুরাতেই টেনে গেছে মন৷
বিজ্ঞান নিয়ে পড়া ছেলের দল,
বুঝতে পারেনি ওই মফঃস্বল,
অকালেই বখে যাওয়া, জীবনের ঠকে যাওয়া, যৌনতা করে সন্ধান৷
কোনমতে পাশ করা, কলেজের হাত ধরা, চাকরির ভিষণ তাড়ায়,
পালিয়ে এসেছি আজ যন্ত্রণা ঘর থেকে মানসিক বিভৎসতায়,
এভাবেও ফিরে আসা যায়, এভাবেও ফিরে আসা যায়৷
✍ প্রভাত.💌
Comments
Post a Comment
Your Valuable Response and Comment would Inspire to Write Better..