বর্বরতার ইতিহাস

নাম লেখা হয় যুগান্তরের পথে,
ফলক ছুঁতে গড়ে তুলি বিশ্বাস৷
স্পর্শ দিয়ে মলম লাগাই ক্ষতে,
বুক চিরে ঠিক লিখে যাব ইতিহাস৷

এক একটা দিন চেনা চেনা লাগে খুব,
চেনা দিন, না কি চেনা কোন যন্ত্রণা?
মুখোশ পরেই গঙ্গার জলে ডুব,
ডুবে ডুবে শিশু কান্নার সুর শোনা৷

কিছু গোঙানিও পড়ে আছে টয়লেটে,
দেবের আসনে নোনা লাগে, বাড়ে ক্ষয়৷
রক্তেরও কিছু দাগ লেগে আছে গেটে,
বর্বরতায় সম্প্রীতি লেখা হয়৷

পৃষ্ঠ থাকলে, থাকবে পোষক৷ জানা৷
সংবাদে শুধু মাধ্যম ধরা হয়৷
ধোঁয়াশায় রাতে ঢেকে যাবে যন্ত্রণা,
বিষ গাছেদের বেড়ে তোলে বরাভয়৷

সমাজের বুকে লেখা হবে ইতিহাস,
জানুক আগামী, স্কুলও ধর্ষকময়৷
জ্ঞানের ঘরেও ঢুকে পড়ে সন্ত্রাস,
অর্থে যে দেশে শিক্ষক কেনা হয়৷
                 ✍ প্রভাত..🌠

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য