উৎসর্গ

শব্দ তখন বিশ্বাসে পায় অর্থ, 
অবোধ জ্ঞানের দিক হারা জিজ্ঞাসা৷
ভরসা কেবল বাঁচতে শেখার শর্ত,
এক ঠিকানায় পূর্ণ যখন আশা৷

আকাশ ঢেকে ছুট্টে এল মেঘ,
সেই তো সবে উঠছি সিঁড়ি, বারো...
হৃদয় জুড়ে বিস্ময়, উদ্বেগ,
স্মৃতির ক্ষয়ে সুর ভোলে সংসারও৷

দু-এক পায়ে উঠেছি অনেকখানি,
প্রলেপ বিহীন ব্যথাও আসে বার বার৷
জানেও না সে, কষ্ট কতখানি,
কিশোর বয়স সামলে রাখাই দরকার৷

ভরসা বলতে ফিমার আছে মজবুত,
সাহস যোগায়, এগিয়ে চলি আরও৷
অন্ধকারের পথ ছেড়েছে মেঘদূত,
আজ ছুটে যায় দুর্জ্ঞেয় পাহাড়ও৷

সঙ্গে মজুত খাবার, শুধু নির্জলা এক তেষ্টা৷
শব্দতে দুই ঈশ্বরকে বাঁচিয়ে রাখার চেষ্টা৷
                  ✍ প্রভাত..💌

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য