জ্বলন্ত উদ্যান

রোম কাঁপান বিভৎসতা, রক্তমাখা স্নান,
প্রেম ছাড়িয়ে ধর্ম যেন জলন্ত উদ্যান৷
ভালোবাসার কবর খুঁড়ি,
বর্বরতার রাস্তা ধরি,
জলের ওপর রং ঢেলে পাই আমার অবস্থান৷
প্রেম ছাড়িয়ে ধর্ম যেন জলন্ত উদ্যান৷

ঘাসের ওপর কাস্তে রাখি সুযোগ বুঝে,
অজ্ঞানতাই ছাপ্পা মারে দু-চোখ বুজে৷
দু-হাত মাঝের দূরত্বকে,
কায়দা করে সামলে রেখে,
বাঘের নখে সমাজ চিরে হীরক সন্ধান৷
প্রেম ছাড়িয়ে ধর্ম যেন জলন্ত উদ্যান৷

দিগ্বিদিক জ্ঞাণশূন্যের কোপের ওপর কোপ,
ধর্ম দিয়ে মানুষ জ্বালাই, এমন আহাম্মক৷
রক্ত! সে ও গোত্র বিহীন,
কেতাবি জ্ঞান বিস্ত্রিতিহীন,
মানুষ ভেঙে সমাজ চালান জারজ সন্তান৷
প্রেম ছাড়িয়ে ধর্ম! সে এক জলন্ত উদ্যান৷
                     ✍ প্রভাত..🌠

Comments

Popular posts from this blog

প্রথম কবিতা তোমার জন্য

তোমার সেই গোলাপী ঠোঁট

জ্যোৎস্না প্রেমের রাত