বদ্যি
হাতের রেখায় চাঁদ ওঠেনা৷ রুক্ষ ভূমি৷ কাজও৷
ইচ্ছে হারা ব্যাধির কাছে ব্যর্থ কবিরাজও৷
পাতার বুকে জল জমে না, রং লাগে না ঠোঁটে,
হৃদয়টাকে আগলে রাখি শীতের উলিকটে৷
চিবুক ছোঁয়া আবদার কই? তুই তো আমার বল্..
শান্ত এখন মনের ঢেউও৷ বালিয়াড়ি৷ সমতল৷
বুকের ভেতর গরম বাতাস, জ্বলন্ত দেশলাই,
অনল কী আর জল ছিঁটিয়ে সামলে রাখা যায়?
ভরছে ধোঁয়া, রুদ্ধ শ্বাসও৷ কাশছি, তবু বাঁচছি না৷
বিধির ওপর কলম চালাই, সে তো আমার সাধ্যি না৷
অশ্রু ফোঁটায় কেই বা নিজের প্রতিচ্ছবি দেখতে চায়?
বাঁচবে আবার মারণ ব্যাধি, একটা নতুন বদ্যি চাই৷
✍ প্রভাত..💌
Comments
Post a Comment
Your Valuable Response and Comment would Inspire to Write Better..