এষণ

সমতল থেকে ডাক, চুম্বক... চুম্বক...
আকর্ষন করো, বিপরীত মেরূ দূরের নক্ষত্র৷
ভাঙতে হবে হে স্থবীর.. জমাট কুহক৷

ফ্লাইং কিসের বার্তা ঠোঁটেই সমাপ্ত৷

ধর্ম, বর্ণ, গন্ধ জানতে ল্যাবে... 
                  বিক্রিয়ার ছ্যাকাও তো ছোঁয়া৷
পদার্থ শরীর মাত্র, রসায়ন গোপন সাম্রাজ্য৷

দ্রাব্যের দরবারে হে সাম্রাজ্ঞী 
               দাঁড়িয়েছে গোধূলীর সম্রাট কীলক৷
                   ✍ প্রভাত ঘোষ.⚡

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য