দেনা

ভেতর থেকে ডাক এসেছে, উঠতে হবে৷
স্তুতির কাছে মৃত্যু গুলোও মোমের মতন
ভোরের মানে রাত ও দিনের এক আলাপন৷

ম্যাচিস জ্বেলে ঘন্টা কয়েক দেখতে হবে৷

ব্যাক্টেরিয়ার উস্কানো চাঁদ, খিদেও প্রচুর
গিলতে গিলতে হাটছি সামনে পৌছে যাব৷
নিখুঁত পায়ে একটা দুটো পদক্ষেপও

জুড়তে পারে অন্ধকারের আধ ভাঙা সুর৷

পেট্রোলে আগ আর কিছু না, কথার সমান
হিমের পাহাড় জ্বলছে তবু গর্জাবেনা৷
নিজের কাছেই নিজের এমন মস্ত দেনা

দিন-প্রতিদিন উগরে গেলেও শেষ হবেনা৷
                 ✍ প্রভাত ঘোষ.⚡

Comments

Popular posts from this blog

প্রথম কবিতা তোমার জন্য

তোমার সেই গোলাপী ঠোঁট

জ্যোৎস্না প্রেমের রাত