প্রসাদ

দুপাশে মনের বাগান ছাড়িয়ে 
মধ্যে গতে বাঁধা ট্র্যাকে
                          সবেগে এগিয়ে যাচ্ছি৷

দূর থেকে দেখে নেওয়া সারস পাখিটি
আনন্দে কুড়োচ্ছে প্রেম৷

জানলা খোলা, ধাক্কা দিচ্ছে হাওয়া৷ 
পেছন ঘুরেই যেই ফেলে আসা বাগানটিকে দেখি..

যন্ত্রের গতিতে যত তেজ.. 
তারও চেয়ে শান্তির প্রসাদ ওই সারসের ছিল৷
                    ✍ প্রভাত ঘোষ.⚡

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য