প্রসাদ
দুপাশে মনের বাগান ছাড়িয়ে
মধ্যে গতে বাঁধা ট্র্যাকে
সবেগে এগিয়ে যাচ্ছি৷
দূর থেকে দেখে নেওয়া সারস পাখিটি
আনন্দে কুড়োচ্ছে প্রেম৷
জানলা খোলা, ধাক্কা দিচ্ছে হাওয়া৷
পেছন ঘুরেই যেই ফেলে আসা বাগানটিকে দেখি..
যন্ত্রের গতিতে যত তেজ..
তারও চেয়ে শান্তির প্রসাদ ওই সারসের ছিল৷
✍ প্রভাত ঘোষ.⚡
Comments
Post a Comment
Your Valuable Response and Comment would Inspire to Write Better..