গুচ্ছ কথা (১)

১)
বীরেন্দ্র ভদ্রের ডাক, মহালয়া,
ছেড়ে আসা ধূলোর গন্ধটা 
শুকানো প্রদীপ৷

জমিদার বাড়ি, গ্রাম.. ছেলেবেলা.. 
অভিমানী সবুজ সময়৷

আজ এক বুক জলে নেমে
যাদের তর্পন করি, তাঁরাও উৎসর্গ নেয়না৷

২)
সে কেন আমায় সংখ্যাতত্ত্ব শেখাল না!!

ঝুরি নামে,
কিছু সংখ্যা বিনিময়৷ 
মাটি ছোঁয়া ঝুরির বিনয়৷

পাথুরে জমিতে উচ্চতাও ছোট হয়ে যায়৷

অর্জন, অর্পন বড়ই সহজ
ভোরের আবীরে তাই সংখ্যাতত্ত্ব মেশেনি কখনো৷
                      ✍ প্রভাত ঘোষ.⚡

Comments

Popular posts from this blog

প্রথম কবিতা তোমার জন্য

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট