স্ব-বিদ্বেষ

যেটুকু নিচের ছিল, আস্তে আস্তে উঠে যাচ্ছে চুল৷
গান্ধীর লাঠির দৈর্ঘ ছোট হতে হতে লুপ্তপ্রায়৷
তেইশে জানুয়ারিও হাত তুলে দিল্লি দেখাচ্ছে না৷
টবের পেছনে গর্তে রোয়া বুনো গোলাপের ফুল৷

হা পিত্যেস..
        স্ব-বিদ্বেষ 
                ভেতর ভেতর বীর্য চুঁয়ে চুঁয়ে...
                প্যান্ট ভেজালেও গর্জন হচ্ছে না৷

মরুভূমিতে সভ্যতা খুজতে খুজতে
যেদিন নাক শুকিয়ে যাবে...
                        দেশ পুড়লেও গন্ধ ছাড়বে না৷
                      ✍ প্রভাত ঘোষ.⚡

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য