মোড়ক

ঘুমিয়ে পড়েছি যেন মাথা রেখে বিষণ্ণ সাগরে৷
যেখানে বাঁচার মত ভেসে থাকা কুটোটুকু নেই৷
বিস্তির্ণ উপত্যকায় ব্যর্থতার পলি স্তরে স্তরে৷

সম্মুখে প্রবাহ, তার চরে চরে দর্শনার্থী, ভিড়৷
মৌনতার গর্ভে জমা দশকের ব্যথার প্রলেপ
উঠে দেখে কিছু দূরে বিক্রিবাটা দেদার পনির৷

কে ওরা উল্লাস করে স্বপ্নে দেখে বিদেশি মোড়ক?
রঙিন ছাতায় ঢেকে ছিদ্র দিয়ে ভিজে যায় জলে..
কোষাগারে স্ফিত রাজা-রাণীদের মিটে যায় শখ৷

লঘু কাজে রকমারি তৈরি করা খাবার ওভ্যেস
মজ্জাহীন আবরণ, নিষিদ্ধ আকাশ জঙ্ঘাতলে৷
অন্ধকার কিছু নয়, জাপটে ধরা কুয়াশা বিশেষ৷

গন্ধ শুঁকে ফিরে আসি বর্ষীয়ান দু-কাঠার ঘরে
গোলাপ না হোক তবু কলমের মুকুলও তো ধরে৷
                        ✍ প্রভাত ঘোষ.⚡

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য