দৃষ্টি

প্রতিবার রাহু গ্রাস করে৷ নিভতে নিভতে
জ্বলে ওঠা সময় সাপেক্ষ৷

অন্তক্ষরা গ্রন্থি চিনতে বিলম্ব না হয় যেন৷
ওগরানো জলের রং সবাই চিনুক৷

স্রোতের মতই দিন ফেরেনা কখনো৷
বৈভবের কবর আসলে মৃত খনি
ঠিক ঠাক খোঁড়াই হয়নি৷
               ✍ প্রভাত ঘোষ.⚡

Comments

Popular posts from this blog

প্রথম কবিতা তোমার জন্য

তোমার সেই গোলাপী ঠোঁট

জ্যোৎস্না প্রেমের রাত