অতিক্রম

অতিক্রম করে আসি শিশিরের বিন্দুগুলি
ঘুম ভাঙা পাখির ডানায়৷

আয়না দেখে মুখোশ গলিয়ে রওনা
যেখানে ধোঁয়ার পাশে প্রেম
চকচকে ভাতের নাম ভালবাসা৷ তাও...

ধাতব পথের ক্রীজে দৌড়োতে দৌড়োতে 
রঙ ঠোঁটে হেসে চলে দিন৷
                ✍ প্রভাত ঘোষ.⚡

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য