সম্পর্ক

আবেগের জলগুলি, বিভিন্ন গ্রন্থির দান৷
বিষধর সাপের কামড়? তারও প্রেম পাহাড় সমান৷

জিভে জিভে স্বাদের বদল৷
                          নোনা জলে আর একটু নুন...

ঢিল ছুঁড়ে উচ্চতা মাপার আগেই 
                                       পাহাড় শেষ হয়ে যায়৷
প্রকৃতি বিরূপ হলে ঝড়ের আভাস৷
                              ইচ্ছামৃত্যু না কী জিজীবিষা!
গিঁটের বাঁধন ভুল-এ
                     সূতোয় আমৃত্যু ত্রাস৷

পরিবর্তন ধ্রুবক হলে...
                বিপ্লব যে পথে আসে, সম্পর্ক হাসে না৷
                       ✍ প্রভাত ঘোষ.⚡

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য