পুরুষ

ঢেলে দিতে হয় জ্বলন্ত যা কিছু?
এমনই ধাতব পাত.. টুঁ-শব্দটুকুও নেই৷

যতই মাড়িয়ে যাও গন্ধমাদনের বুক
বিশল্যকরণি ঠিক ওখানে গোপন৷

যতটা পাথর ঠিক ততটা নরমও৷

যে আদি, যে অন্তে...
হে দেব করুণা নয়, নীলকন্ঠী স্বরূপ
ধারণ ক্ষমতা অক্ষুণ্ণ রেখো৷

প্রয়োজনে খুঁটিরাও জরিপ করেছে তার হাতও৷
(তাও) তুমি যদি মৃত্যু হও, অন্ধকারে ঘড়ি দেখে যাব৷
                       ✍ প্রভাত ঘোষ.⚡

Comments

Popular posts from this blog

প্রথম কবিতা তোমার জন্য

তোমার সেই গোলাপী ঠোঁট

জ্যোৎস্না প্রেমের রাত