সোনার বুদবুদ

কোরালের প্রতিচ্ছবি উঠেছে আকাশে৷
দুই নীল, মাঝে এক স্থবির ত্রিকোণ৷
বিস্তর ফারাক আছে মার্বেল ও টাইলসে৷

প্রথম সিঁড়িতে রাখা ধান, দূর্বা, সিঁদুরের টিপ৷
ওপারের ক্ষেত্রফলে জরিপ এমন...
ছুঁয়ে দেখে ফিরে যাবে, সে পথ-ও নিশ্চিত৷

এ জন্মের বিল্বপত্রে পূজো দেব সুদ৷
আসল ভেতরে থাক, ভালবাসা ঋণ...
স্বপ্নে শোঁকা গন্ধ, না কী.. সোনার বুদবুদ!!

তালুর ভেতর লেখা কী নাম, অজানা৷
ওপরের পৃষ্ঠরেখা আদপে মলিন৷
বালিশে লুকানো ডাক মাটিও শোনেনা৷

অলিন্দ উলঙ্গ রাখা সামুদ্রিক ঘরে৷
যে জলে মেশান আছে শুক্তির সুবাস৷
হরপ্পা সবুজ হবে প্রজাপতি বরে?

জেগে থাকে মৃতের নিঃশ্বাস, 
                            গহীনে সে আলো দেখে যাবে৷
অন্তরে সে এক সত্তা, জ্যোৎস্নার ভেতরে ঘুমাবে৷
                    ✍ প্রভাত ঘোষ.⚡

Comments

Popular posts from this blog

প্রথম কবিতা তোমার জন্য

তোমার সেই গোলাপী ঠোঁট

জ্যোৎস্না প্রেমের রাত