খেয়ালী কীট

তুচ্ছ কেন্নো ভেবে গুটিয়ে নিয়েছি
বন্ধ চোখে স্বপ্ন ঘুমেরই ভেতরে
সাপের ফনার ফোঁস, অস্তিত্ব ঘেঁটেছে৷

চাঁদ ছুঁতে পাখি হয়ে ওড়াই যথেষ্ট নয়৷

জন্ম বন্ধ্যা যেন ফসল-ও ফলেনা
ছিদ্র আছে, পাত্র ভরেনি কখনো৷
দু-চারটে দুর্বার মতো জন্ম নিচ্ছে কিছু!

বিজ্ঞান, উড়ানে প্রিয় অপার বিস্ময়৷

যেদিন জন্মাব ঘুরে, চয়েস পাঠিও..
ভিনগ্রহে প্রাণভরে শিশির কুড়াব৷
              ✍ প্রভাত ঘোষ.⚡

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য