প্রতিফলন

সাপ ঠিকই খুজে নেয় কোথায় পদ্মের চাষ৷
পায়ে হাঁটে লাল মাটি, কম তার পড়েনা আকাশ৷

গন্ধ.. গন্ধ.. 
            নাক বিশেষে জ্বালায় 
                                      অথবা জুড়ায়৷

মেঘের বুনন আলগা হলে 
                                  বজ্রপাত, বৃষ্টিপাত, ভয়৷
অগ্রাহ্য কাদার ছিটে ধুয়ে ফেলে বিচার, সময়৷

প্রজাপতি.. 
          প্রজাপতি..
                     কখনো সময় পেলে
                                            ব্রহ্মা রূপে এসো৷

শিউলি শিউলি ভোরের আবীরে
                               চেনা চেনা শিশিরের ঘ্রাণ৷
এমনই প্রতিফলন.. চন্দ্রালোকে হীরের সমান৷

শরৎ শরৎ মেঘ..
                তুমি মধ্যভাগে 
                                   বকুল সাজিও৷

সুপুরি গাছের কাছে ঝুরো ঝুরো অন্ধকার চেনা৷
যেভাবে গ্রহণ নামে, চাষিদের আবেগ নেভেনা৷
                        ✍ প্রভাত ঘোষ.⚡

Comments

Popular posts from this blog

প্রথম কবিতা তোমার জন্য

তোমার সেই গোলাপী ঠোঁট

জ্যোৎস্না প্রেমের রাত